বাংলাদেশ ময়মনসিংহ

র‍্যাব-১৪-এর অভিযানে অর্ধকোটি টাকার হেরোইনসহ গ্রেফতার-১

received 264856116530015
print news

এম,শাহজাহান, শেরপুর :

শেরপুর সদর থানার নন্দীর বাজার এলাকা থেকে অর্ধকোটি টাকা মূল্যের ৫শ ১০গ্রাম হেরোইনসহ মোঃ শামীম হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ। শামীম নওঁগা জেলার, পোরশা থানার খরপা বাজার পাড়া’র মোঃ ফিরোজ আলীর ছেলে।

২ অক্টোবর সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, ময়মনসিংহ এর অপারেশনস্ অফিসার উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে শেরপুর সদর থানার নন্দীর বাজারস্ত পাকা রাস্তার উপর থেকে শামীম হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থেকে ৫শ ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের  বাজার মূল্য প্রায় ৫১ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আনোয়ার হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে আন্তঃজেলা মাদক চোরাকারবারী চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। আজ র‌্যাব-১৪, ময়মনসিংহ অপারেশনস্ অফিসার মোঃ আনোয়ার হোসেন এক প্রেস রিলিজে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় শেরপুর সদর থানায় মামলা দায়ের ও ধৃত আসামিকে হস্তান্তর করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *