বরিশাল সাইবার ট্রাইব্যুনালে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা


নতুন সাইবার আইনে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে এক তরুনী মামলা করেছে বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন জানিয়েছেন । ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক অভিযোগ তদন্ত করে বরগুনা সদর থানার ওসিকে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। মামলার বাদী হলেন-বরগুনার তালতলী উপজেলার নিউ পপুলার ডায়গনষ্টিক ল্যাবের অভ্যর্থনা কর্মচারী মোসাম্মাৎ শিরিন (১৯)। বিবাদীরা হলেন- রাসেল সিকদার ওরফে নিরব ও কালবেলা পত্রিকার তালতলী প্রতিনিধি নাইম ইসলাম (২৮)।
মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, বাদী শিরিন নিউ পপুলার ডায়গনষ্টিক ল্যাবের অভ্যর্থনা কর্মচারী হিসেবে চাকুরি করেন। মামলার ১ নম্বর সাক্ষী ডা. সুমন বিশ্বাসের ওই ল্যাবে চেম্বার রয়েছে। সপ্তাহে তিনদিন সেই চেম্বারে রোগী দেখেন তিনি। একই ল্যাবে কাজ করার সুবাধে তাদের মাঝে বন্ধুত্বের সৃষ্টি হয়। তারা একত্রে বিভিন্নস্থানে যেতো ও ছবি ধারন করতো।
গত ১১ অগাষ্ট বাদী মোবাইল ফোনে দেখতে পায় বিবাদীরা বন্ধুত্বের একাধিক ভুলভাবে উপস্থাপন করে এবং ভুয়া কাবিননামা প্রর্দশন করে ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে আক্রমনাত্মক মিথ্যা, ভ্রান্তি প্রদর্শক ও মানহানিকর তথ্য-উপাত্ত ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে প্রদর্শন করে। গত ১১ অগাষ্ট এশিয়ান টিভিতে ভিডিও প্রকাশ করে। এসব অন্য আসামীরা ফেইসবুক আইডিতে প্রচার করে। এর মাধ্যমে বাদী ও ডা. সুমন বিশ্বাসের মানহানি হওয়ায় মামলা করা হয়েছে।
বেঞ্চ সহকারী কাকন আরো জানান, বাদী মামলায় এশিয়ান টিভির বার্তা সম্পাদক মাজাহারুল আমিন শুভ (৩৮) ও কালবেলা অনলাইন নিউজ পোর্টালের সুরুজ আহম্মেদকে (৩০) নালিশীতে বিবাদী করেছিলো। কিন্তু বিচারক তাদের বাদ দিয়ে দুইজনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন।