বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা করলো ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়


এম আবু হেনা সাগর,ঈদগাঁও :
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করলো জেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়। ৫ অক্টোবর সকাল এগারটার দিকে বিদ্যালয়ের মোকতার আহমদ মিলনায়তনে শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন – বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষিকা খুরশীদুল জান্নাত। শিক্ষক মোজাম্মেল হকের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন,সহকারী প্রধান শিক্ষক জসীম উদ্দীন,সিনিয়র শিক্ষক সিরাজুল হক, ক্রীড়া শিক্ষক আব্দুল মজিদ খান, শিক্ষক এস এসএম তারেকুল হাসান,পুনাম পাল,আবদুল খালেক মিশুকসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষকদেরকে ফুল দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানান। আলোচনা সভার পূর্বে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে এক র্যালি অনুষ্ঠিত হয়।