রাজনীতি

১৪ দিনের কর্মসূচি গণতন্ত্র মঞ্চের

image 28711 1696530546
print news

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ একদফা দাবিতে এবার ১৪ দিনের কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ। আগামী ৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত এসব কর্মসূচি যুগপৎ ও জোটগতভাবে পালিত হবে। এর মধ্যে ১০ অক্টোবর আলোচনা সভা, ১২ অক্টোবর ছাত্র কনভেনশন এবং ১৮ অক্টোবর ঢাকায় সমাবেশ রয়েছে। বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীতে নাগরিক ঐক্যের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের এক সভা থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বাকি কর্মসূচি পরবর্তীতে ঘোষণা করা হবে।

জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সম্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বায়ক ইমরান ইমন প্রমুখ। সভায় গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, ‘দিল্লি আছে, আমরা আছি’-এই বক্তব্যের মাধ্যমে সরকারি দলের সাধারণ সম্পাদক স্পষ্ট করেছেন যে, বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে তারা ক্ষমতায় থাকার পাঁয়তারা করছেন। সরকারি দল দেশের জনগণ নয় বরং বিদেশি শক্তির অনুগ্রহ নিয়ে তাদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। তবে ক্ষমতাসীনদের এ ধরনের কোনো অপতৎপরতা দেশের মানুষ বরদাস্ত করবে না। সকল দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

সভায় আরো উপস্থিত ছিলেন- নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য জিন্নুর চৌধুরী দিপু, সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, জেএসডির সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন মন্টু, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া, বিপ্লবী ওয়ার্কাস পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোস্তাক।

*গুরুত্বপূর্ণ  সব সংবাদ লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *