চট্টগ্রাম বাংলাদেশ

নারী স্বাস্থ্য সুরক্ষায় কিশোরীদের পাশে ফেনী গোল্ড লায়ন্স ক্লাব

October Service Week Womens Health Awareness
print news

সংবাদ বিজ্ঞপ্তি:  ৫ অক্টোবর (বৃহস্পতিবার) লায়ন্স ক্লাব অব ফেনী গোল্ড এর আয়োজনে ও ফেনী লিও ক্লাবের সহযোগিতায় অক্টোবর সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে ফেনীর রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীদের নিয়ে “নারী স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা” শীর্ষক সেমিনার ও নারী স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

গাইনী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাঃ জেবুন্নাহার মাহমুদ তামান্না সেমিনারের প্রধান বক্তা হিসেবে নারীদের স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখতে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেন। শিক্ষার্থীদের সবুজ শাক-সবজি, ফলমূল ও পরিস্কার পরিচ্ছন্ন থাকার আহ্বান জানান।

সেমিনার শেষে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে স্যানিটারি ন্যাপকিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন ফেনী লিও ক্লাবের সিস্টার লিওরা।

লায়ন্স ক্লাব অব ফেনী গোল্ডের প্রেসিডেন্ট লায়ন আমেনা সিদ্দিকার সভাপতিত্বে, লায়ন তাহমিনা তোফা সীমার উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি২,বাংলাদেশের চীফ এডভাইজর টু ডিজি লায়ন রুহুল আমিন ভূঁইয়া।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি২, বাংলাদেশের রিজিয়ন চেয়ারপার্সন, লায়ন্স ক্লাব অব ফেনীর সদ্য প্রাক্তন সভাপতি ও অক্টোবর সেবা সপ্তাহের চেয়ারম্যান লায়ন এ কে এম রফিকুল হক নিপু, লায়ন্স ক্লাব অব ফেনীর প্রেসিডেন্ট লায়ন হাজ্বী মোঃ শহিদুল আলম ভূঁইয়া, জয়েন্ট সেক্রেটারী লায়ন তোফায়েল আহমেদ রনি, জয়েন্ট ট্রেজারার লায়ন আরিফুল হক, লায়ন্স ক্লাব অব ফেনী গোল্ডের সদস্য লায়ন নাজমু সাহার জাফরি, লায়ন লাবিবা বুশরা, লায়ন ফারজানা আক্তার মালা, অত্র বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আবুল হাসান, ফেনী লিও ক্লাবের প্রেসিডেন্ট লিও এবিএস ফরহাদ, ১ম ভাইস প্রেসিডেন্ট লিও ইউসুফ আহমেদ নিশাদ, ২য় ভাইস প্রেসিডেন্ট লিও মোহাম্মদ সবুজ, ট্রেজারার ও প্রোগ্রাম চেয়ারম্যান লিও খায়রুজ জামান সহ লায়ন্স ও লিও নেতৃবৃন্দ।

 

*গুরুত্বপূর্ণ  সব সংবাদ ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *