বাংলাদেশ রাজশাহী

বাগমারায় একসাথে নৌকার ভোট চাইবেন পঞ্চাশ হাজার নেতাকর্মী : এনামুল হক এমপি

received 3605875379692287
print news
মোঃ মিঠু সরকার, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত স্থানী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগমারায় নৌকার বিজয়ের লক্ষ্যে একযোগে ভোট চাইবেন প্রায় পঞ্চাশ হাজার নেতাকর্মী। এরই মধ্যে ভোট কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের পাশাপাশি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকার ভোট চাইবেন তারা। বাগমারার মানুষ আবারও নৌকা প্রতিককে বিজয়ী করবে। বাগমারার প্রতিটি জায়গায় নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। বাগমারার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট দিয়ে চতুর্থ বারের মতো নৌকার বিজয় নিশ্চিত করবে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল বাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রধান অতিথি আরো বলেন, যারা দেশের স্বাধীনতার পক্ষে আছে তারা নৌকার বাইরে যাবে না। একটি পক্ষ ভোটারদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করার লক্ষ্যে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কথা বলছে। মানুষ যেনে গেছে তাদের ধান্দা। তাদের কথা কেউ বিশ্বাস করে না। প্রতিটি নির্বাচনের আগে নৌকার বিরোধীতা করা নিয়ে ব্যস্ত থাকে তারা। নৌকার বিজয় হয়েছিল বলে রক্তাক্ত বাগমারা এখন শান্তির বাগমারা। উন্নয়নের বাগমারা। সেই উন্নয়ন থেকে কেউ আর রক্তাক্ত জনপদে ফিরে যেতে চাই না। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলে নৌকা প্রতিককে বিজয়ী করতে হবে।
শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজাহার আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক আশিকুর রহমান সজল, স্বাস্থ্য বিষয় সম্পাদক আলী হাসান, সহ-প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য হাচেন আলী, হাবিবুর রহমান মটর, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, কৃষক লীগের সভাপতি মহসিন আলী, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সমরেশ কুমার সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ শেখ, আব্দুল করিম সরদার, আব্দুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, আব্দুল আজিজ লিটন, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার প্রমুখ।

*গুরুত্বপূর্ণ  সব সংবাদ ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *