লায়ন্স ক্লাব অব ফেনীর বৃক্ষ বিতরণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ


সংবাদ বিজ্ঞপ্তি:
৫ অক্টোবর (বৃহস্পতিবার) লায়ন্স ক্লাব অব ফেনী, লায়ন্স ক্লাব অব ফেনী গোল্ড ও লায়ন্স ক্লাব অব ফেনী গ্লোরিয়াস এর আয়োজনে এবং ফেনী লিও ক্লাবের সহযোগিতায় অক্টোবর সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে ফেনী জামেয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণ ও রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
যেখানে একটি দেশের মোট আয়তনের ২৫ শতাংশ বনভূমি থাকা আবশ্যক সেখানে আমাদের রয়েছে মাত্র ১৭ শতাংশ। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের বিকল্প নেই। আর এই বৃক্ষরোপনে সচেতনতা বৃদ্ধি করতে লায়ন্স ক্লাব অব ফেনীর উক্ত প্রচেষ্টা।
কার্যক্রমের প্রথমাংশে সকাল ১০ ঘটিকায় ফেনী জামেয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার পুকুরে প্রায় দুই সহশ্রাধিক মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। দিত্বীয়াংশে সকাল ১১ ঘটিকায় রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা ও বেশি বেশি গাছ লাগাতে উদ্ভুদ্ধ করা হয় এবং ফলজ, বনজ ও ঔষধি গাছসহ প্রায় ৫ শতাধিক গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
লায়ন্স ক্লাব অব ফেনীর প্রেসিডেন্ট লায়ন হাজ্বী মোঃ শহিদুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি২, বাংলাদেশ এর চীফ এডভাইজর টু ডিজি লায়ন রুহুল আমিন ভূঁইয়া। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি২, বাংলাদেশ এর রিজিয়ন চেয়ারপার্সন, লায়ন্স ক্লাব অব ফেনীর সদ্য প্রাক্তন সভাপতি ও অক্টোবর সেবা সপ্তাহের চেয়ারম্যান লায়ন এ কে এম রফিকুল হক নিপু, লায়ন্স ক্লাব অব ফেনী গোল্ডের প্রেসিডেন্ট লায়ন আমেনা সিদ্দিকা, সেক্রেটারী লায়ন তাহমিনা তোফা সীমা, লায়ন্স ক্লাব অব ফেনীর জয়েন্ট সেক্রেটারী লায়ন তোফায়েল আহমেদ রনি, জয়েন্ট ট্রেজারার লায়ন আরিফুল হক, লায়ন্স ক্লাব অব ফেনী গোল্ডের সদস্য লায়ন নাজমু সাহার জাফরি, লায়ন লাবিবা বুশরা, লায়ন ফারজানা আক্তার মালা, রামপুর বালিকা উচ্চ বিদ্যালের প্রধান শিক্ষক মোঃ আবুল হাসান, ফেনী লিও ক্লাবের প্রেসিডেন্ট লিও এবিএস ফরহাদ, ১ম ভাইস প্রেসিডেন্ট লিও ইউসুফ আহমেদ নিশাদ, ২য় ভাইস প্রেসিডেন্ট লিও মোহাম্মদ সবুজ, ট্রেজারার ও প্রোগ্রাম চেয়ারম্যান লিও খায়রুজ জামান সহ লায়ন্স ও লিও নেতৃবৃন্দ।