আদিতমারীতে গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি ও প্রশিক্ষণ কর্মশালা


শাহজাহান সুমন ,লালমনিরহাট প্রতিনিধি : আদিতমারী উপজেলায় গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি ও প্রশিক্ষণ কর্মশালা। প্রাণীসম্পদ অধিদপ্তর কৃত উৎপাদিত টিকাবীজ মাঠ পর্যায়ে প্রয়োগ ও সচেতনামূলক কার্যক্রম পরিচালনার জন্য মাঠ পর্যায়ে কর্মীদের প্রশিক্ষণ। গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি কার্যক্রম আদিতমারী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলা হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম। জেলা প্রাণিসম্পদ অফিসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃস্বপন কুমার সরকার উপজেলা প্রাণীসম্পদ অফিসার আদিতমারী, লালমনিরহাট। মোঃ শাহজাহান আলী উপসহকারী কর্মকর্তা প্রাণিসম্পদ অফিসার লালমনিরহাট। মোঃ সোহেল রানা উপসহকারী কর্মকর্তা প্রাণিসম্পদ অফিসার কালীগঞ্জ। কৃষ্ণকান্ত রায় উপসহকারী কর্মকর্তা প্রাণী সম্পদ অফিসার,আদিতমারী। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন মোছাঃ শামসুন্নাহার মিলি নির্বাহী পরিচালক জাগো নারী প্রগতি সংস্থা আদিতমারী, লালমনিরহাট। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন তায়েজুল ইসলাম সাবেক চেয়ারম্যান দলগ্রাম ইউপি প্রকল্প পরিচালক গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি। প্রকল্প বাস্তবায়নে জাগো নারী প্রগতি সংস্থা, আদিতমারী, লালমনিহাটজেলা।