চট্টগ্রামে বাবাকে হত্যা: ছোট ছেলে জাহাঙ্গীর গ্রেপ্তার


চট্টগ্রামের ইপিজেড এলাকায় বাবাকে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী ছোট ছেলে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পিবিআই। শনিবার (৭ অক্টোবর) সকালে তাকে গ্রেপ্তারের খবর এসেছে। এর আগে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা বোট ক্লাবের কাছাকাছি ১২ নম্বর গেটে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ট্রলিব্যাগে লাশের মাথাবিহীন খণ্ডিত অংশ পাওয়া যায়। এ ঘটনায় পতেঙ্গা থানার এসআই আবদুল কাদির বাদী হয়ে এক বা একাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেন। পিবিআই পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার আকমল আলী সড়কে খুন হন। ওই ব্যক্তির স্ত্রী ও বড় ছেলেকে গ্রেপ্তার হত্যার কারণ উদ্ঘাটিত হয়। সম্পত্তি লিখে না দেওয়াকে কেন্দ্র করে ওই ব্যক্তিকে হত্যা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান।