চট্টগ্রাম বাংলাদেশ

দুঃস্থ ও অসহায় রোগীদের সেবায় লায়ন্স ক্লাব অব ফেনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন

October Service Free Medical Camp 2
print news

সংবাদ বিজ্ঞপ্তি :

 ৭ অক্টোবর (শনিবার) লায়ন্স ক্লাব অব ফেনী, লায়ন্স ক্লাব অব ফেনী গোল্ড ও লায়ন্স ক্লাব অব ফেনী গ্লোরিয়াস এর আয়োজনে এবং ফেনী লিও ক্লাবের সহযোগিতায় অক্টোবর সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন লায়ন্স ক্লাব কার্যালয় প্রাঙ্গণে ❝ফ্রি মেডিক্যাল ক্যাম্প❞ অনুষ্ঠিত হয়।চিকিৎসা মানুষের ৫ টি মৌলিক অধিকারের মধ্যে একটি। কিন্তু দারিদ্রতার কারণে দুঃস্থ ও অসহায় রোগীদের সঠিক চিকিৎসা সেবা পাওয়াটা বর্তমানে দুষ্কর। তাই লায়ন্স ক্লাব অব ফেনী, ফেনী গোল্ড, গ্লোরিয়াস এবং ফেনী লিও ক্লাবের এই আয়োজন। মেডিসিন, চক্ষু, দন্ত, ও ডায়াবেটিস টেস্ট এবং রক্তের গ্রুপ নির্ণয়সহ প্রায় ৪ শতাধিক দুঃস্থ ও অসহায় রোগী সেবা গ্রহণ করেছে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে। রোগী দেখেছেন ডাঃ মোঃ মিনহাজ শরীফ (এমবিবিএস), কনসালটেন্ট, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডাঃ মোস্তফা মহি উদ্দিন (এমবিবিএস), মেডিকেল অফিসার, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডাঃ মোঃ জসিম উদ্দিন (ডিএমএফ), উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, প্রাইম চক্ষু হাসপাতাল, ডেন্টিস্ট আবদুল কাদের সম্রাট (ডিএমটি), এফটিসি, আধুনিক সদর হাসপাতাল, ফেনী।

লায়ন্স ক্লাব অব ফেনীর প্রেসিডেন্ট লায়ন হাজ্বী মোঃ শহিদুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন এ্যড. এম. শাহজাহান সাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি২, বাংলাদেশ এর চীফ এডভাইজর টু ডিজি লায়ন রুহুল আমিন ভূঁইয়া।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি২, বাংলাদেশ এর রিজিয়ন চেয়ারপার্সন, লায়ন্স ক্লাব অব ফেনীর সদ্য প্রাক্তন সভাপতি ও অক্টোবর সেবা সপ্তাহের চেয়ারম্যান লায়ন এ কে এম রফিকুল হক নিপু, ভাইস প্রেসিডেন্ট লায়ন জাফর উল্ল্যাহ, লায়ন্স ক্লাব অব ফেনী গোল্ড এর সেক্রেটারী লায়ন তাহমিনা তোফা সীমা, লায়ন্স ক্লাব অব ফেনীর ট্রেজারার লায়ন ইঞ্জিঃ বেলায়েত হোসেন মামুন, লায়ন্স ক্লাব অব ফেনীর জয়েন্ট ট্রেজারার লায়ন আরিফুল হক ভূঁইয়া, সদস্য লায়ন আব্দুল কাদের সম্রাট, লায়ন খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য কাজী মাসুদ রানা।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন ফেনী লিও ক্লাবের প্রেসিডেন্ট লিও এবিএস ফরহাদ, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লিও মোহাম্মদ জহির উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট লিও ইউসুফ আহমেদ নিশাদ, ভাইস প্রেসিডেন্ট লিও মোহাম্মদ সবুজ, ভাইস প্রেসিডেন্ট লিও ইঞ্জিঃ পংকজ শর্মা, ট্রেজারার লিও খায়রুজ জামান সহ লায়ন্স ও লিও নেতৃবৃন্দ।

 

*গুরুত্বপূর্ণ  সব সংবাদ ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়।
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *