বরগুনায় বিষখালী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে


ইবরাহীম সোহেল, বরগুনা :বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীতে মাছ শিকারের সময় বজ্রপাতে ট্রলার থেকে ছিটকে পড়ে আউয়াল নামের এক জেলে নিখোঁজ রয়েছে। তিনি পাথরঘাটা সদর ইউনিয়নের আব্দুল হামিদ হাওলাদারের ছেলে।শনিবার (৭ অক্টোবর) দুপুরের দিকে বিষখালী নদীর লালদিয়া চর থেকে দক্ষিণে এ ঘটনা ঘটে।কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার ফিরোজুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে তিনি বলেন, বিষখালী নদীর লালদিয়া চর থেকে দক্ষিণে একটি ট্রলারে চার জেলে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে বিকট শব্দে ট্রলার থেকে জেলে আউয়াল নদীতে নদীতে পড়ে যায়। খবর পেয়ে কোস্ট গার্ড ঘটনাস্থলে পৌছে তল্লাশি শুরু করে শনিবার সন্ধ্যা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। তাকে খুঁজতে অভিযান অব্যাহত রয়েছে, যতক্ষণে মরদেহ না পাওয়া যাবে ততক্ষণ এ উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।