বারাহীপুরে বিদ্যুৎস্পর্শে প্রান গেল যুবকের


মুহাম্মদ রাসেদ বিল্লাহঃ নোয়াখালী জেলার সদর উপজেলাতে বিদ্যুৎস্পর্শ হয়ে মোঃ ফারভেজ (২৭) নামের যুবকের আকস্মিক মৃত্যু হয়েছে। ৬ অক্টোবর শুক্রবার উপজেলার ২নং দাদপুর ইউনিয়নের খলিফারহাট পশ্চিম বারাহীপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ দুলাল মেম্বার বলেন, আমারই ওয়ার্ডে আলী আজ্জম ব্যাপারী বাড়ির সামনে সন্ধ্যা সাতটার দিকে নিহত যুবকের নিজ দোকানে শর্টসার্কিট থেকে বিদ্যুৎ স্পর্শ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার পরপর ঘটনাস্থল উপস্থিত হয়েছি। খবর পেয়ে সুধারাম থানা থেকে পুলিশ এসেছে। মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ দাফনের অনুমতি দিয়েছে। নিহত মো.ফারভেজ ৯নং ওয়ার্ড বারাহীপুর গ্রামের ব্যাবসায়ী মোঃ বাহার মিয়ার ছোট ছেলে। সে বাড়ির সামনে দোকান করতো। একই দিন বিয়ের জন্য নিকটবর্তী রামহরিতালুক এলাকায় পাত্রী দেখে কনে পক্ষের সাথে আলোচনা করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। বিদ্যুৎ স্পর্শে যুবকের মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে মুহূর্তে মধ্যে খলিফারহাট অঞ্চল জুড়ে সর্বস্তরের মাঝে শোকের ছায়া নেমে আসে। শনিবার সকাল ১০ ঘটিকায় স্থানীয় বারাহীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিহত যুবকের নামাজের জানাযা শেষে দাফন করা হয়েছে।