রাজনীতি

বিয়ের প্রস্তাব পান এখনো ব্যারিস্টার রুমিন ফারহানা

image 726105 1696656236
print news

দেশের রাজনীতির যে কোনো ইস্যুতে সোচ্চার থাকেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বিভিন্ন ইস্যুতে প্রতিবাদী কণ্ঠে বক্তব্যের জেরে আলোচনায় থাকেন রাজনীতি অঙ্গনে। সম্প্রতি গণমাধ্যমে সমসাময়িক বিষয় নিয়ে টকশোতে অংশ নেন বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। এ সময় নির্ধারিত টপিকের বাইরে রুমিনের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেন উপস্থাপক। এ সময় সঞ্চালক তাকে প্রশ্ন করেন, এখনো কি বিয়ের প্রস্তাব পান?

প্রশ্নোত্তরে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমি কোনো ফিল্ম একট্রেস নই, আমি কোনো মডেল নই। আমি একজন একেবারেই রাজনৈতিক কর্মী। আপাদমস্তক রাজনৈতিককর্মী। সুতরাং এখানে আপনি যে প্রশ্ন করেছেন, সেটা আজকের বিষয়ের সঙ্গে আমার ব্যক্তিজীবনের কোনো সম্পর্ক নেই।

বিয়ের প্রস্তাব আসে কিনা? জবাবে বলেন, প্রস্তাব তো আপনারও (সঞ্চালক) আসে। প্রতিটা মানুষেরই আসে। আমি তো মানুষ। আপনার যদি এসে থাকে, তা হলে আমারও আসবে— এটি খুব স্বাভাবিক।

*গুরুত্বপূর্ণ  সব সংবাদ ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়।

 

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *