রাজনীতি

 ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপ-নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী সাত্তারের ছেলে তুষার

image 6487327 1
print news

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বিএনপি থেকে বহিস্কৃত ও দলছুট নেতা উকিল আব্দুস সাত্তারভুঁইয়ার মৃত্যুতে শূন্য হওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে লড়তে আওয়ামী লীগ থেকে মনোনীতপ্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তার ছেলেমাইনুল হাসান তুষার।  শনিবার (৭ অক্টোবর)  আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিককার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এর আগে গত ৩০ সেপ্টেম্বর ভোররাতে ঢাকার এভারকেয়ারহাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১লা ফেব্রুয়ারি২০২৩ এর উপনির্বাচনে কথিত স্বতন্ত্র প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া-২আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঁইয়া। বাবার মৃত্যুর পরওই আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেঅংশ নেবেন বলে সাংবাদিকদের জানিয়েছিলেন সাত্তার পুত্রতুষার। মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে জানতে চাইলে মাইনুল হাসানতুষার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি এবং আমারপরিবার কৃতজ্ঞ। আমার বাবার জীবনের শেষ সময়ে তিনি তাকেমূল্যায়ন করেছেন এবং সম্মান দিয়েছেন। আমি আওয়ামী লীগেরমনোনয়ন ফরম নিয়েছি। আশা করছি প্রধানমন্ত্রী আমার বাবারঅসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য আমাকে সুযোগ দিবেন। আলোচিত সংসদ সদস্য আব্দুস সাত্তার ভুঁইয়ার মৃত্যুতে গত ৪অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনকমিশন। পাশাপাশি এ আসনে উপ-নির্বাচনের তফসিলওঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আগামী ৫ নভেম্বর উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদাজিয়ার সাবেক উপদেষ্টা আব্দুস সাত্তার ভূইয়া দলীয় সিদ্ধান্তেগতবছরের ডিসেম্বরে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য পদথেকে পদত্যাগ করেন। পরবর্তীতে চেয়ারপারসনের উপদেষ্টা পদথেকেও পদত্যাগ করে নিজের ছেড়ে দেওয়া আসনের উপ-নির্বাচনেস্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার সিদ্ধান্ত নেন। এ নিয়ে সারাদেশেইআলোচিত হন আব্দুস সাত্তার। এ ঘটনায় তাকে দলের প্রাথমিকসদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি।

 

*গুরুত্বপূর্ণ  সব সংবাদ ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *