চট্টগ্রাম বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগের ২২-২৩ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত

FB IMG 1696752551446
print news

মোঃ আমিনুল ইসলাম, চবি প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯ টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগে প্রথম বর্ষের কক্ষে এই ওয়ারেন্টেশন অনুষ্ঠিত হয়।

আরবি বিভাগের সম্মানিত সভাপতি প্রফেসর ড. নেয়ামত উল্লাহ এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র বিভাগের সম্মানিত শিক্ষক প্রফেসর ড. আব্দুল কাদের, প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী,প্রফেসর ড.গিয়াস উদ্দিন তালুকদার,প্রফেসর ড.ইসমাইল চৌধুরী, প্রফেসর ড.শাহযাত উল্লাহ ফারুকী । এছাড়াও আরবি বিভাগের অনন্য শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনা দায়িত্বে ছিলেন প্রফেসর ড.ফরিদ ফারুক।নবীনদের মধ্য থেকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর আনুষ্ঠানিকভাবে সকল শিক্ষক পালাক্রমে নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এ সময় নবীনদের উদ্দেশ্যে বক্তব্যে রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সভাপতি প্রফেসর ড. নেয়ামত উল্লাহ তিনি বলেন ‘দেশের শ্রেষ্ঠবিদ্যাপীঠের ভিতর অন্যতম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে যারা ভর্তি হয়েছে তারা দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থী। তোমাদের বড় বড় স্বপ্ন দেখতে হবে। জীবনের লক্ষ্য স্থির করে সামনে এগিয়ে যেতে হবে। তাহলেই তোমরা সফলকাম হবে’।

উল্লেখ্য, এবার ২০২২-২৩ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে ১২৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

 

*গুরুত্বপূর্ণ  সব সংবাদ ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়।
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *