অর্থনীতি

আখাউড়া স্থলবন্দর দিয়ে তৃতীয় দিনে ৫০০ টন পাথর আমদানি

eb2d3c95b620f9e5c1e2e0ecb989dd3a 65261374f3fd1
print news

মো খোকন মিয়া , ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও ৫০০ মেট্রিক টন ভাঙা পাথর আমদানি করা হয়েছে।  মঙ্গলবার দুপুর থেকে রাত ১০ পর্যন্ত এই পাথর আসে।  আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়্যারহাউজ সুপারিনটেনডেন্ট মো. সামাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন বলেন, ভারতীয় ২১টি ট্রাকে করে ৫০০ মেট্রিক টন ভাঙা পাথর ভারত থেকে আমদানি হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান নির্ধারিত শুল্ক ও মাশুল পরিশোধের পর পাথর গুলো খালাস বন্দর থেকে করবে।  স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মাণাধীন চার লেন মহাসড়কের ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস্ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড পাথরগুলো আমদানি করে। আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স খলিফা এন্টারপ্রাইজ পাথরগুলো বন্দর থেকে ছাড়করণের কাজ করছে। আমদানি করা পাথর থেকে আখাউড়া স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ নির্ধারিত হারে শুল্ক এবং স্থলবন্দর কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের মাশুল আদায় করছে। মেসার্স খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি মোজাম্মেল হক বলেন, বন্দর দিয়ে নতুন করে আরও ৫০০ মেট্রিক টন ভাঙা পাথর আমদানির করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ২১টি ভারতীয় ট্রাকে করে এ পাথর আমদানি করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত রোববার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে গত ২ দিনে ১ হাজার ৫০৭ মেট্রিক টন পাথর আমদানি করা হয়।

 

*গুরুত্বপূর্ণ  সব সংবাদ ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়।
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *