চারণকবি রাধাপদ রায়ের ওপর হামলা: আসামি কারাগারে


কুড়িগ্রামের আলোচিত চারণকবি রাধাপদ রায়ের ওপর হামলা মামলার আসামি কদুর আলী আদালতে আত্মসমর্পণ করেছেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।এর আগে গত ৪ অক্টোবর দুপুর আড়াইটার দিকে কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর থেকে এক নম্বর আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।গত ৩০ সেপ্টেম্বর কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে নিজ এলাকায় হামলার শিকার হন চারণকবি রাধাপদ রায়। এ ঘটনায় কবির ছেলে জুগল রায় নাগেশ্বরী থানায় রফিকুল ইসলাম ও কদুর আলী নামে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। জানা গেছে, পারিবারিক দ্বন্দ্বের জেরে কথা কাটাকাটিকে কেন্দ্র করে এ হামলা করা হয়।
কে এই রাধাপদ রায়?
৩০ সেপ্টেম্বর হামলার শিকার হওয়ার রাধাপদ রায় চারণকবি হিসেবে গণমাধ্যমে আলোচিত হচ্ছেন। সম্প্রতি তার লেখা কবিতা ‘কেয়ামতের আলামত জানি কিন্তু মানি না’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিওতে এই কবিকে স্বকণ্ঠে সেই কবিতা পাঠ করতে দেখা যায়। আলোচিত চারণকবি রাধাপদ রায় পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেছেন। পুঁথিগত বিদ্যা না থাকলেও স্বশিক্ষায় শিক্ষিত তিনি। নিজের লেখা গান, কবিতা মানুষকে শুনিয়ে সামান্য উপার্জনে চলে তার সংসার। আঞ্চলিক ভাষায় তার লেখা গান ও কবিতাগুলো বিভিন্ন এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।