নর্তকীর লীলা : নাজিমুল হক


নর্তকীর লীলা
নাজিমুল হক
আসিয়াছো তব উদর ছেদিয়া
করিয়াছো কত উলঙ্গ নৃত্য
খেলিয়াছো তব যুবা হতে, হইয়াছ আজ বৃদ্ধ
করিয়াছো কত উচ্ছেদ, দিয়া আপন ভৃত্য
কাঁদাইয়াছো কত দুঃখিনি মায়েরে
কেড়ে নিয়াছো তাহাদেরি মেয়ের সতীত্ব
ভাড়াটে আনিয়াছো নর্তকী এক
জমাতে আসর্ মেলায়
ঘরে রাখিয়া যুবতী অর্ধাঙ্গিনী
মজিয়াছো এক নর্তকীর প্রেমলীলায়।
নাজিমুল হক
(ফেনী সরকারী কলেজ, বাংলা বিভাগ)
দিলপুর, সিন্দুরপুর, দাগণভুঞাঁ, ফেনী।