চট্টগ্রাম বাংলাদেশ

পেকুয়া ভূমি কর্মকর্তাকে মারধরের অভিযোগ আ’লীগ নেতার বিরুদ্ধে

image 194075 1697029611
print news

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় অনৈতিক আবদারে রাজি না হওয়ায় ভূমি অফিসে ঢুকে কানুনগোকে মাধরধরের অভিযোগ ওঠেছে আবুল হাসেম টুনু নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।  আবুল হাসেম উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে।মঙ্গলবার(১০ অক্টোবর) দুপুর ১টার দিকে   উপজেলা ভূমি অফিসের তৃতীয় তলার কানুনগোর রুমে এঘটনা ঘটে। এ ঘটনায় পেকুয়া ভূমি অফিসের কানুনগো (ভারপ্রাপ্ত) সাজ্জাদ হোসেন বাদী হয়ে পেকুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আবুল হাসেম টুনু ছাড়াও অভিযোগে হরিণাফাঁড়ী এলাকার আবদুল খালেকের ছেলে মামুনুর রশিদকে আসামী করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, মঙ্গলবার দুপুর ১টার দিকে আবুল হাসেম তাঁর সঙ্গী মামুনুর রশিদকে নিয়ে উপজেলা ভূমি অফিসের তৃতীয় তলার কানুনগোর রুমে যান। এসময় তাঁরা কানুনগোকে অনৈতিকভাবে একটি নামজারী মামলা অনুমোদনের সুপারিশ করার জন্য চাপ দেয়। ওই নামজারী মামলা বিধিসমম্মত না হওয়ায় তা নাকচ করে দেন কানুনগো সাজ্জাদ হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে কানুনগোকে মারধর শুরু করে আবুল হাসেম ও মামুন। পেকুয়া ভূমি অফিসের কানুনগো ভুক্তভোগী সাজ্জাদ হোসেন বলেন, রবিকর মিত্র নামের এক ব্যক্তি একটি নামজারী খতিয়ানের আবেদন করেন। আবেদনে যে খতিয়ান থেকে আবেদনকারী ভূমি দাবী করেছেন সেখানে তাঁর দাতাপক্ষের নাম সঠিক নেই। তাই আবেদনটি নামঞ্জুর করার পক্ষে আমি মত দিই। এতে আবেদনকারীর পক্ষ হয়ে আবুল হাসেম নামের এক ব্যক্তি আমার কার্যালয়ে ঢুকে আমাকে মারধর করেন। বিভিন্ন মাধ্যমে এখন তাঁরা আমাকে প্রাণনাশের হুমকিও দিচ্ছে। মারধরের অভিযোগ অস্বীকার করে আবুল হাসেম টুনু জানান, কানুনগো এক বছর ধরে আমার কাজটি করে দিচ্ছেনা। উল্টো গত শনিবার নামজারির আবেদনটি খারিজ করে দেয়। তাই তাকে একটু বকাঝকা করেছি। মারধর করিনি।  এ ব্যাপারে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, পেকুয়া ভূমি অফিসের ঘটনায় একটা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

*গুরুত্বপূর্ণ  সব সংবাদ ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়।
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *