মধ্যপ্রাচ্য সংবাদ

ব্যর্থতায় তোপের মুখে নেতানিয়াহুর সরকার

image 727667 1697013247
print news

ইসরাইলের চৌকস গোয়েন্দা সংস্থা মোসাদ ও নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে হামাসের যোদ্ধারা তাদের ভূখণ্ডে ঢুকে পড়েছে। তাদের মোকাবিলায় ব্যর্থতায় তোপের মুখে পড়েছে নেতানিয়াহুর সরকার।তবে গাজায় বড় ধরনের কিছু একটা ঘটছে, এ বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কিছু দিন আগেই সতর্ক করেছিল মিসর। কিন্তু বিষয়টি একদমই আমলে নেননি তিনি। আর এই তথ্য ফাঁস হয়ে গেছে ইসরাইলি সংবাদমাধ্যমে।নেতানিয়াহুর প্রশাসনের বিরুদ্ধে নানা কারণে আগে থেকেই চরম ক্ষোভ ছিল ইসরাইলিদের ভেতর। কিন্তু হামাসের সঙ্গে সংঘাতের পঞ্চম দিনে এমন খবরে ক্ষোভকে আরও উসকে দিয়েছে।কিন্তু মিসরের পক্ষ থেকে এমন সতর্ক করা হয়নি বলে অস্বীকার করছেন নেতানিয়াহু। কিন্তু মিসরীয় বিবৃতি সম্পর্কে নতুন তথ্য ফাঁস ইসরাইলিদের আরও ক্ষুব্ধ করছে। ইসরাইলের প্রশাসনে চরম বিশৃঙ্খলার মধ্যেই নেতানিয়াহুর আবারও পদত্যাগের দাবি তুলছেন সাধারণ মানুষ।এ প্রসঙ্গে সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক হুদা আব্দেল হামিদ পূর্ব জেরুজালেম থেকে জানিয়েছেন, এ ঘটনাটা কত দূর গড়াবে তা এখনই বলা যাচ্ছে না।তবে সংঘাতের মধ্যে দ্রুত সময়ের মধ্যে ঐক্য সরকার গঠনের জন্য নেতানিয়াহুর ওপর চাপ ফেলেছে। কারণ তাকে দেখাতে হবে, এই যুদ্ধের মধ্যে তিনি একটি ঐক্য সরকারকে নেতৃত্ব দিচ্ছেন। শুধু তাই নয়, ঐক্যবদ্ধ দেশকে নিয়ে গাজার বিরুদ্ধেও নেতৃত্ব দিচ্ছেন।ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলে শনিবার সকালে অতর্কিত আক্রমণ চালায়। কিছুক্ষণের মধ্যে গাজার সীমান্ত সংলগ্ন ইসরাইলের দক্ষিণাঞ্চলের দিকে অন্তত ৫ হাজার রকেট ছুড়ে তারা।এতে দিশা হারিয়ে ফেলে ইসরাইলি সীমান্তরক্ষীরা। এর পর হামাসের কয়েক হাজার সশস্ত্র যোদ্ধা কাটাতারের বেষ্টনী ভেদ করে ইসরাইলে প্রবেশ করে তাণ্ডব চালায়। এর জেরে গাজায় শনিবার থেকে বুধবার পর্যন্ত বিমান হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু সরকার।বুধবার দুপুর পর্যন্ত এই সংঘাতে ১২ শতাধিক ইসরাইলি ও হাজার খানেক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ সহস্রাধিক নাগরিক।

সূত্র: আলজাজিরার

 

*গুরুত্বপূর্ণ  সব সংবাদ ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়।
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *