ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়াত জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকারের শোকসভা


মো খোকন,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : সদ্য প্রয়াত ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আল মামুন সরকারের স্মরণে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ কর্তৃক শোকসভা, মিলাদ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১১ অক্টোবর) বিকেলে ৪ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে মিলাদ ও দোয়ার মাহফিল আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও বেসরকারি বিমান চলাচল ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ের স্থানীয় কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, পৌর মেয়র মিসেস নায়ার কবির। শোকসভায় অতিথিবৃন্দ প্রয়াত আল মামুন সরকারের রাজনৈতিক, সামাজিক ও মানবিক জনকল্যাণমুখী বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মীসহ সাংবাদিক ও সুধীবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মীসহ সাংবাদিক ও সুধীবৃন্দ।