মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব ফেনীর ❝খাদ্য সামগ্রী বিতরণ❞ কার্যক্রম


সংবাদ বিজ্ঞপ্তি: ৮ অক্টোবর লায়ন্স ক্লাব অব ফেনী, লায়ন্স ক্লাব অব ফেনী গোল্ড ও লায়ন্স ক্লাব অব ফেনী গ্লোরিয়াস এর আয়োজনে এবং ফেনী লিও ক্লাবের সহযোগিতায় অক্টোবর সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর হিফযুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার প্রায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে ১ মাসের খাদ্যসহ নগদ অর্থ প্রদান করেন।
লায়ন্স ক্লাব অব ফেনীর প্রেসিডেন্ট লায়ন হাজ্বী মোঃ শহিদুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন এডভোকেট এম. শাহজাহান সাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি২, বাংলাদেশ এর চীফ এডভাইজর টু ডিজি লায়ন রুহুল আমিন ভূঁইয়া।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি২, বাংলাদেশ এর রিজিয়ন চেয়ারপার্সন, লায়ন্স ক্লাব অব ফেনীর সদ্য প্রাক্তন সভাপতি ও অক্টোবর সেবা সপ্তাহের চেয়ারম্যান লায়ন এ কে এম রফিকুল হক নিপু, লায়ন্স ক্লাব অব ফেনীর জয়েন্ট ট্রেজারার লায়ন আরিফুল হক ভূঁইয়া, মাদ্রাসার পরিচালকসহ শিক্ষকবৃন্দ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন ফেনী লিও ক্লাবের প্রেসিডেন্ট লিও এবিএস ফরহাদ, ভাইস প্রেসিডেন্ট লিও ইউসুফ আহমেদ নিশাদ, ভাইস প্রেসিডেন্ট লিও মোহাম্মদ সবুজ, ভাইস প্রেসিডেন্ট লিও ইঞ্জিঃ পংকজ শর্মা, ট্রেজারার লিও খায়রুজ জামান সহ লায়ন্স ও লিও নেতৃবৃন্দ।
লায়ন্স ক্লাব অব ফেনীর সেক্রেটারী লায়ন এড. এম শাহজাহান সাজু জানান লায়ন্স ক্লাবগুলো প্রতিনিয়ত অসহায় ক্ষুধার্তদের ক্ষুধা নিবারণের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ভবিষ্যতেও সমাজের সকলের দুঃখ দুর্দশা লাগবের জন্য সবসময় পাশে থাকবে লায়ন্স ক্লাব অব ফেনী।