চট্টগ্রাম বাংলাদেশ

ফিলিস্তিনীদের প্রতি ইসরাঈলের বর্বরতার বন্ধে বিক্ষোভ মিছিল

unnamed
print news
ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি :
ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজত ইসলাম ব্রাহ্মণবাড়িয়া। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে  আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করেন তারা। মুক্তিকামি ফিলিস্তিনের সংহতি প্রকাশ অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মোবারক উল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিন মুসলিমদের ভূমি, আকসা মুসলিমদের কেবলা। আমরা এই ভূমির স্বাধীনতা চাই, সন্ত্রাস মুক্ত চাই। মুসলিমদের ভূমি মুসলিমদের ফিরিয়ে দেওয়া হোক। ইসরায়েলে ওপর এই আঘাত ভূমিকে স্বাধীন করার লড়াই, স্বাধীনতার লড়াই। সমাবেশে আরো বলেন, আমাদের বাংলাদেশ সেই স্বাধীনতালগ্ন থেকেই ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানিয়ে আসছে। আজ আমরা সেই সংহতি জানানোর জন্যই একত্রিত হয়ে হয়েছি।’ এসময় তিনি ফিলিস্তিনের শান্তি ফিরিয়ে আনতে আল্লাহর কাছে দোয়া করেন।
জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা বলেন, ‘আজ ফিলিস্তিন যে প্রতিরোধের সময়টা পার করছে। আজকের ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা আমাদের দেখিয়ে দিয়েছে কীভাবে নিজ ভূমি থেকে দখলদারদের উৎখাত করতে হয়।সমাবেশের আগে জেলার বিভিন্ন মাদ্রাসা হতে শিক্ষক,  ছাত্র ও সাধারন জনতার মিছিল নিয়ে জামিয়া ইউনুছিয়া মাদ্রাসা সামনে এসে শুরু হয়। সেখানে বিভিন্ন মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীরা সংহতি জানিয়ে বক্তব্য প্রদান করেন। হেফাজত ইসলাম মহাসচিব মাওলানা সাজিদুর রহমান ও মুবারকুল্লার নেতৃত্বে জামিয়া ইউনুছিয়া মাদ্রাসা গেইট হতে শুরু হয়ে কালবারি মোর হয়ে  ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে শেষ করে।

*গুরুত্বপূর্ণ  সব সংবাদ ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়।
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *