বেকারত্ব : নাজিমুল হক


বেকারত্ব
নাজিমুল হক
লক্ষ যুবক সনদ হাতে,ঘুরছে পথে-ঘাটে
মিলছে না আজ কর্ম তাদের,ঘুরছে বেকার বেশে
ভাঙছে তাদের স্বপ্ন বুকের,বেকারত্বের অভিশাপে
পড়াশোনার জার্নি শেষে,পথে-পথে কর্ম খুঁজে
প্রশ্ন ওঠে অভিজ্ঞতার,বলো তাহা কেমন আছে
অভিজ্ঞতা না থাকিলে, পড়াশোনা বৃথা তবে
অভিজ্ঞতার প্রশ্নে এসে, সনদধারী ফেঁসে গেছে
বসে ভাবে সড়ক ধারে, পড়াশোনায় কি লাভ আছে
চাকরীর বাজার সিন্ডিকেটে ,সনদধারী ভবঘুরে
বড় স্যার ভেবে আছে,থার্ড ক্লাস এক ভাগ্নে আছে
চাকরী দেবে স্বজন লোকে,ফরম বেছে টাকা লুটে
সনদধারীর নাই যে টাকা,ফরম কিনে পকেট ফাঁকা
দীর্ঘ জীবনের পড়াশোনায়,অর্জনে নাই অভিজ্ঞতা
কর্মহীন ভবঘুরে, চাকরী বৈ কি জীবন চলে
শিক্ষিতরা হতাশায় ভোগে,লেখা-পড়ায় কি লাভ তবে।
নাজিমুল হক (সিন্দুরপুর,ফেনী)
ফেনী সরকারী কলেজ,বাংলা বিভাগ