রাজনীতি

প্রধানমন্ত্রীর অধীনে ভোটারের দরকার নাই, দেশের জনগণের দরকার নেই : রিজভী

image 728487 1697214697
print news

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেছেন, আপনার অধীনে নির্বাচন মানে কি সেটা তো আমরা জানি। সেই নির্বাচনে ভোটারের দরকার নাই, দেশের জনগণের দরকার নেই এবং বিরোধী দলেও দরকার নেই।শুক্রবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়াউর রহমান আর্কাইভের (জেডআরএ) উদ্যোগে ‘ফ্যাসিবাদ বিরোধী চিত্রকর্মশালা ও কবিতাপাঠ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।রুহুল কবির রিজভী বলেন, উনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) তার মন্ত্রীদের দিয়ে বলাচ্ছেন- পৃথিবীর সব দেশ ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে মানে আপনার অধীনে নির্বাচন? আর আপনার অধীনে নির্বাচন মানে ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন।২০১৪ সালের নির্বাচনে ১৫৩টিতে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। বাকিগুলোতে উপস্থিত ছিল ৫ শতাংশ। আর ২০১৮ সালের নির্বাচন করেছেন রাতে। ভোর হওয়ার আগেই ব্যালট বক্স পূর্ণ হয়ে গেছে।বর্তমান সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, মধ্যবিত্ত কারো কাছে হাতও পাততে পারছে না। পারছে না ভিক্ষাও করতে। একটি ডিম কিনতে যদি ১৭ টাকা লাগে, তাহলে ফ্লাইওভার দেখিয়ে আপনি (প্রধানমন্ত্রী) কী করবেন?জিয়াউর রহমান আর্কাইভের সম্পাদক সঞ্জয় দে রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তার, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের রাশেদুল হক, সাঈদ খান প্রমুখ।

 

*গুরুত্বপূর্ণ  সব সংবাদ ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়।
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *