ফিলিস্তিনের মানুষের সমর্থনে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ


আল হাবিব, সুনামগঞ্জ :
ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর দখলদার ইসরায়েলী বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনীর মানুষের পাশে সুনামগঞ্জের মানুষের সমর্থন জানিয়ে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে শহরের সব মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আলফাত উদ্দিন স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। সুনামগঞ্জ ইমাম মোয়াজ্জেম পরিষদ এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।এসময় বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন, মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাছিত, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানাতৈয়বুর রহমান চৌধুরী, ইমাম মোয়াজ্জেম পরিষদের সভাপতি মাওলানা আবু সাঈদ, সহ সভাপতি, মুফতি আব্দুল হক আহমদী, এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ইমাম মোয়াজ্জেম পরিষদের সভাপ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রকিব উপদেষ্টা খতিব জামতলা জামে মসজিদের মাওলানা সাজিদুর রহমান প্রমুখ।বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।পরে ফিলিস্তিনের মানুষের জন্য দোয়া পড়ান সুনামগঞ্জ ইমাম মোয়াজ্জেম পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা নুরুল ইসলাম খান।