বরিশালে ইউপি সদস্য রাসেল ও শিরিন ইয়াবা – দেশীয় অস্ত্রসহ আটক


বরিশাল অফিস : সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও তার স্ত্রীকে ইয়াবা এবং দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে এই দম্পত্তিকে আটক করা হয় বলে মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন। আটক ইউপি সদস্য হলো-রাসেল হাওলাদার (৩৫) ও তার স্ত্রী শিরিন বেগম (৩০)। রাসেল চরবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড উত্তর লামছড়ি এলাকার তোফায়েল হাওলাদারের ছেলে।
কাউনিয়া থানার ওসি আসাদুজ্জামান জানান, শায়েস্তাবাদ থেকে প্রথমে তার এক সহযোগিকে ইয়াবাসহ আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে লামছড়ি গ্রামে ইউপি সদস্যর ঘরে অভিযান করে। এ সময় দুই হাজার ৪৯০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য ও তার স্ত্রীকে আট করেছে। তার ঘর থেকে ইয়াবা বিক্রির এক লাখ ৩ হাজার ২০০ টাকাও উদ্ধার করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেয়া এসআই গোবিন্দ্র চন্দ্র দাস বলেন, অভিযানের সময় ইউপি সদস্য রাসেলের কাছ থেকে ইয়াবাসহ দুইটি বগি দা, দুইটি চায়নিজ কুড়াল, একটি রামদা ও একটি করাত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনি বাদী অস্ত্র ও মাদক আইনে মামলা করবেন।