বরিশালে ওলামা-মাশায়েখদের বিক্ষোভ মিছিল


বরিশাল অফিস : ফিলিস্তিনের গাজায় ইসরাইলীদের বর্বর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ওলামা-মাশায়েখ পরিষদ। ১৩ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নগরীর কে.বি হেমায়েত উদ্দিন রোড জামে কসাই মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি সদর রোড ও কাকলীর মোড় হয়ে নগর ভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ওলামা-মাশায়েখ পরিষদের বরিশাল মহানগর শাখাার উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান। বক্তব্য রাখেন মাওলানা কামরুল ইসলাম খান, মাওলানা মাহমুদুন্নবী ও মাওলানা ইউসুফ আলী গাজী প্রমুখ। উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা শহীদুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা সোহরাব হোসেন, মাওলানা শফিউল্লাহ তালুকদার, মাওলানা মনিরুজ্জামান শামীম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল বর্বরোচিতভাবে ফিলিস্তিনের গাজায় বোমা হামলা করে নারী-পুরুষ ও শিশুদের নির্মমভাবে গণহত্যা করছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাসমূহকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বক্তারা। তারা- স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করতে বিশ^ মুসলিমকে এক হওয়ারও আহ্বান জানান।