বিহঙ্গ মার্তন্ডে : নাজিমুল হক


বিহঙ্গ মার্তন্ডে
নাজিমুল হক
তুমি বিহঙ্গ বলিয়া
পাই না তোমার বিন্দুমাত্র আঁচ
তুমি উড়িয়া চলো তাই, দেখিতে তোমায়
মার্তন্ডে তাকাই বারংবার
তুমি পাইয়াছ এক সঙ্গী নতুন
বন্ধু হইয়াছ তার সনে
আমি বুঝিনি আজও চলন তোমার
বাসা বাঁধিয়াছ তুমি কার মনে
নাজিমুল হক (সিন্দুরপুর,ফেনী)
ফেনী সরকারী কলেজ, বাংলা বিভাগ