বাংলাদেশ রংপুর

লালমনিরহাটে সাপের কামড়ের নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যু

FB IMG 1697050028771
print news

শাহজাহান সুমন ,লালমনিরহাট :  লালমনিরহাটের কালীগঞ্জের দক্ষিণ দলগ্রামে সাপের কামড়ে সুমি আক্তার (১৪) নামে এক ৯ম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছেন। ১১ অক্টোবর বুধবার সকালে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।নিহত সুমি আক্তার দক্ষিণ দলগ্রাম এলাকার ওসমান আলী ২য় সন্তান। তিনি চাপারহাট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।জানা গেছে, রাতে খাওয়া দাওয়া শেষে প্রতিদিনের ন্যায় পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়ে সুমি আক্তার। পরে রাত সাড়ে এগারোটার দিকে তার বিছানায় আগে থেকে ওঁৎ পেতে থাকা বিষধর সাপ ডান হাতের বুড়ি আঙ্গুলে ছোবল মাড়লে সঙ্গে সঙ্গে তার শরীরে বিষ ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজন তা বুঝতে না পেরে ঝাড়ফুঁক করে। পরে তার অবস্থার অবনতি হলে ভোরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়।নিহতের দাদা জয়নাল আবেদীন জানায়, আমরা বুঝতে পারিনি যে, তাকে সাপে কামড় দিয়েছে। সে শুধু বলতেছে কি যেন তাকে কামড় দিয়েছে। পরে তার পুরো শরীর ব্যাথায় কাতর হয়ে গিয়েছিল। তার হাত-পা নাড়তে পারছিলো না। ফলে গাড়িতে করে হাসপাতালে নিতে দেরি হয়েছিল। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ও ৫নং দক্ষিণ দলগ্রাম ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সফিয়ার রহমান সাফি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

*গুরুত্বপূর্ণ  সব সংবাদ ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়।
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *