ইসরায়েলি আগ্রাসন : নাজিমুল হক


ইসরায়েলি আগ্রাসন
নাজিমুল হক
জোর দখলের ইসরায়েলি
কয়েক দশক ধরে,
হামলা করে ফিলিস্তিনের
নিরীহ মুসলিমের বুকে।
পশ্চিমারা মুচকি হাসে
এমন নির্যাতন দেখে,
তারা সবাই এক হয়েছে
মুসলিম ধ্বংস করতে।
গাজা বাসী জেগেছে আজ
রুখতে শত্রুকে,
তাইতো তারা জবাব দিচ্ছে
রণ প্রান্তরে।
মুসলিমে আজ একতা ছেড়ে
মেতেছে ফতোয়া দিতে,
কাফের শক্তি ঐক্যবদ্ধ
ধ্বংসে মুসলিম বিশ্ব হতে।
নাজিমুল হক(সিন্দুরপুর, ফেনী)
ফেনী সরকারি কলেজ, বাংলা বিভাগ