খাগড়াছড়িতে ৫১ লিটার দেশীয় চোলাই মদ জব্দ, দুই নারী আটক


মোঃ সালাহউদ্দিন টিটো,খাগড়াছড়ি : খাগড়াছড়ির মানিকছড়িতে দেশীয় চোলাই মদসহ দুইজন নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ অক্টোবর) সাড়ে ৭টার দিকে যোগ্যাছোলা ইউনিয়নের ৮নংওয়ার্ডের গরমছড়ি সাকিনস্থ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটককৃত হলেন, রাঙ্গামাটির কাউখালীর কোলাপাড়া এলাকার ক্রইসাচিং মারমা (৩৪) ও কাপ্তাই উপজেলার নিচে নাড়াছড়া পাড়ার থুইয়ইনু মারমা (৩৩)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের খবরে গোয়েন্দা তৎপর বৃদ্ধি করে পুলিশ। পরে মানিকছড়ি থানাধীন ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ৮নংওয়ার্ডের গরমছড়ি সাকিনস্থ খাগড়াছড়ি টু চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কের দুইজন আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ৫১ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্যসহ আসামিদের থানায় আনা হয়।মানিকছড়ি সদর থানার ওসি আনছারুল করিম জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।