ধুনটে ইছামতী নদীগর্ভে বিলিন কাঠের ব্রীজ, ভোগান্তি গুচ্ছ গ্রামবাসীর


মুঞ্জুরুল হক, ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে গুচ্ছ গ্রামের মানুষের পারাপারের জন্য নির্মিত ১শত ৪৬ ফুট কাঠের ব্রীজের অর্ধাংশ ভেঙ্গে নদীগর্ভে বিলিন হয়েছে। এতে পারাপারে ভোগান্তি পোহাতে হচ্ছে আনারপুর গ্রামের ইছামতি নদীর তীরবর্তী গুচ্ছ গ্রামবাসীসহ স্হানীয় এলাকাবাসীর। গত সপ্তাহে অতিভারী বৃষ্টির কারণে নদীতে পানি বৃদ্ধি ও স্রতে কাঠের ব্রীজটি ভেঙ্গে নদীতে বিলিন হয়ে যায়।জানা যায় গত ২০২২ সালে আনারপুর ইছামতী নদীর তীরবর্তী গুচ্ছ গ্রামের মানুষের নদী পারাপারের জন্য বগুড়া প্রশাসকের বরাদ্দকৃত গ্রামীন অবকাঠামো (টিআব) কর্মসূচীর অর্থায়নে ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত ‘র (বিদায়ী) তত্ত্বাবধানে ব্রীজটি নির্মাণ করা হয়। ব্রীজটি ২৬ জুলাই মঙ্গলবার বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক উদ্বোধন করেন।এর পর থেকে নদীর দু’পাশের জনবসতির নদী পারাপারের সুবিধা হয়। কিন্তু গত সপ্তাহের অতি বৃষ্টির কারণে ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় ভোগান্তির সম্মুখিন হচ্ছে বসতিরা। নির্দিষ্ট সময়ে ও প্রয়োজনে সহজে পারছে না নদী পেরুতে, ভোগান্তির স্বীকার হচ্ছে সকলে। এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে সংশিষ্ট দপ্তরের নিকট দ্রুত পদক্ষেপ দাবি করছে স্হানীয়রা।
ধুনট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ভাঙ্গা ব্রীজটি সম্পর্কে অভগত আছি। ব্রীজটি ওখানে টিকবেনা। পারাপারের জন্য রাস্তা তৈরির পরিকল্পনা রয়েছে। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান জানান, ইছামতী নদীর কাঠের ব্রীজ ভাঙ্গে যাওয়ার বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন আমাকে এ বিষয়ে কেউ অবগত করেনি। ব্রীজটি ক্ষতিগ্রস্থ হলে সংশিষ্ট দপ্তরের নিকট পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হবে।