বরগুনায় প্রথমবারের মত মহালয়া অনুষ্ঠান


ইবরাহীম সোহেল,বরগুনা: বরগুনার দুর্গাদেবীর আগমনের আহবান জানিয়ে বণার্ঢ্য আয়োজন করা হয়েছে মহালয়া অনুষ্ঠান। আগমনী সঙ্গীত, চন্ডি পাঠ, নৃত্য ও অভিনয়ের মাধ্যমে মহালয়ার আয়োজন করে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন চিত্রাঙ্গদা। শনিবার(১৪অক্টোবর) সকল ৭ টায় বরগুনার সার্বজনীন আখড়া বাড়িতে অনুষ্ঠানের সূচনা করে সৃজনী সংগীত একাডেমি সদস্যরা। আগমনী সঙ্গীত ও চন্ডি পাঠের পর অনুষ্টিত হয়, নৃত্য নাট্য পরিবেশন করে চিত্রাঙ্গদা সাংস্কৃতিক সংগঠন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্র দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখঞ্জনশীল, সাধারন সম্পাদক খোকন কর্মকার, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুখঞ্জন রায় সহ সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিগন।