সুনামগঞ্জের ভেলা ভাসিয়ে জলবায়ু বিপন্ন পরিবারের জীবন যাপনের চিত্র তুলে ধরলেন জেলে-কৃষকরা


আল হাবিব ,সুনামগঞ্জ :
জাতীয় খাদ্য দিবস উপলক্ষে সুনামগঞ্জের হাওরে জলবায়ু রক্ষার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) দুপুরে উন্নয়ন সংস্থা হাউস, ক্লিন ও বিডব্লিউজিইডি’র আয়োজনে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের কানলার হাওরের জেলে ও কৃষকরা জয়লবায়ু রক্ষার বিভিন্ন দাবীতে এই সমাবেশ করেন।সমাবেশে হাওরের জলবায়ু রক্ষায় খাদ্য স্বাধিকারের জন্য জীবাশ্ম জ্বালানি বন্ধ, কৃষি জমিতে জীবাশ্ম জ্বালানিভিত্তিক স্থাপনা না করা, নবায়ন যোগ্য জ্বালানি এবং খাদ্য স্বাধিকারের জন্য বিজলী কৃষি নীতি প্রণয়ন, নবায়ন যোগ্য জ্বালানির জন্য ভূমি ইজারা নীতি প্রনয়ন প্রভৃতিসহ ৪ দফা দাবী জানানো হয়।পরে স্থানীয় হাওর পাড়ের জেলে ও কৃষকরা হাওরে ভেলা ভাসিয়ে জলবায়ু বিপন্ন পরিবারের জীবন যাপনের চিত্র ফুটিয়ে তুলেন।এ সময় উপস্থিত ছিলেন হাউস এর নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, দ্বোহা চৌধুরী, শরীফ আহমদ, মোঃ শাহিন মিয়া, মো.আরজদ আলী প্রমুখ।