বাংলাদেশ সিলেট

স্কয়ারসহ ৩ কোম্পানির কাছে ১০ লক্ষাধিক টাকা চাঁদা দাবী 

হক কামাল 1
print news
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ওলিপুর স্কয়ার ডেনিমস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, একই এলাকার তাফরিদ কটন মিলস্ এর ব্যবস্থাপনা পরিচালক ও হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক এর জিএম এডমিন বরাবরে আপ্যায়নের একই ফরম্যাটে ৩লাখ ৫০ হাজার করে মোট ১০ লাখ ৫০  হাজার টাকা চেয়ে ৩ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের নিকট শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নাজমুল হক কামালের সাক্ষরিত একটি পত্র প্রেরণ করা হয়েছে।
বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই যা নিয়ে শুরু তোলপাড়। যদিও এ বিষয়ে (ওসি) নাজমুল হক কামাল এ প্রতিবেদককে জানান, কে বা কারা এটি করেছে তা আমাদের জানা নেই। আমাদের থানা থেকে এমন কোন চিঠি যায় নাই। তিনি বলেন, আমার স্বাক্ষর সুপার এডিটিং করা হয়েছে।
আমন্ত্রণ পত্রে উল্লেখ করা হয়, ১৪ অক্টোবর শারদীয় দূর্গাপুজা উপলক্ষে পূজা কমিটির সভাপতি, সহ সভাপতি, কমিটির অন্যান্য সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গদের নিয়ে আসন্ন শারদীয় দূর্গাপুজা অসাপ্রদায়িক ভাবে নির্বিঘ্নে সম্পন্ন এবং বর্তমান সরকারের ভাবমুর্তি অক্ষুন্ন রাখার লক্ষে শায়েস্তাগঞ্জ থানায় পূজা সংক্রান্ত একটি মিটিং এর আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিত একান্ত কাম্য।
১৪ অক্টেবর শারদীয় দূর্গাপুজা উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের নাস্তা এবং আপ্যায়নের জন্য কাচ্চি বিরায়ানি ৩০০ প্লেইট, জিলাপি ৩০ কেজি, মিস্টি ৩০ কেজি দই ৩০০ পিস, পানি ৫০ বোতলসহ  বিভিন্ন প্রকার ফল বাবত ১ লাখ টাকা ও আগামী ২৮ অক্টোবর সারা বাংলাদেশে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে উক্ত অনুষ্ঠানে অনুমান ৫০০ লোকের সমাগম হবে।
অনুষ্ঠানে তাদেরে উপস্থিতসহ অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের নাস্তা এবং আপ্যায়নের জন্য ৫০০শ প্লেইট, ব্যানার, ফেস্টুন, মাইকিং, ফিল্ড ক্যাপ ৫০০টি, ক্যাক ৫০০টি, মিস্টি ৩ কেজি, দই ৫০০ পিস, পানি ৫০০ বোতলসহ ২লাখ টাকা চেয়ে একই ফরম্যাটে কোম্পানীর ৩ শীর্ষ কর্মকর্তাদের নিকট নিমন্ত্রপত্রসহ চাঁদা চেয়ে গত ১০ অক্টোবর ৩টি পত্র পেরণ করা হয়। যাতে সাক্ষর দেখানো হয় শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামালের। এমন নিমন্ত্রণ পত্র পেয়ে কোম্পানীর লোকজনসহ সর্বত্র তোলপাড় শুরু হয়।
এ ব্যাপারে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জিএম এডমিন ঈশান বলেন, পুলিশ বড় চাহিদা করে থাকে। কিন্তু আমরা তাদের চাহিদা মত দেইনা।

*গুরুত্বপূর্ণ  সব সংবাদ ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়।
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *