আদিতমারী উপজেলার হরিদাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ


শাহজাহান সুমন, লালমনিরহাট : লালমনিরহাটের আদিতমারী উপজেলার হরিদাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনির বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ উঠেছে । অভিযোগের মধ্যে অন্যতম অভিযোগ হচ্ছে ভারতের এক হাসপাতালে সঙ্গে রোগী আনা নেওয়া কন্টাক্টে ব্যবসা চালিয়ে যাচ্ছে হরিদাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উসমান গনি। স্কুলের নিয়ম নীতি না মেনে ম্যানেজিংকমিটিকে এবং সংশ্লিষ্ট শিক্ষা অধিদপ্তর কে না জানিয়ে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায় প্রধান শিক্ষক মোঃ ওসমান গনি, পরবর্তীতে জানা যায় তিনি ভারতের হাসপাতালে বাংলাদেশে বিভিন্ন রোগী নিয়ে চিকিৎসার জন্য ভারত চলে গেছেন , সরজমিনে হরিদাস উচ্চ বিদ্যালয় খোঁজখবর নিয়ে জানা যায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে একজনকে দায়িত্ব দিয়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরকে অবগত না করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে অবগত না করে ভারত ভ্রমণের উদ্দেশ্যে রোগী নিয়ে চলে গিয়েছে । রেজিস্টার অনুযায়ী ২৩ সেপ্টেম্বর থেকে বিদ্যালয় অনুপস্থিত এটা তার প্রথম না এরকম বছরের ৮ থেকে ১০ বার ভারত গমন করে থাকেন হঠাৎ করে কাউকে দায়িত্ব দিয়ে তিনি নিরুদ্দেশ হয়ে যান ।স্থানীয় ম্যানেজিং কমিটির সকলেই তার বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা অধিদপ্তরে সহায়তা কামনা করছেন, এদিকে ম্যানেজিং কমিটির সভাপতি ও ম্যানেজিং কমিটি সদস্যগণ সিনিয়র সহকারী শিক্ষক নজরুল ইসলাম মৃধাকে প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করে এনটিআরসি নিয়োগকৃত দুজন শিক্ষকের যোগদান করিয়ে নেন এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন এর কাছে জানতে চাইলে তিনি প্রধান শিক্ষকের ছুটির বিষয়টি অবগত নন বলে জানা ।
* দেশ বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।