কটাক্ষের শিকার নুসরাত


বিতর্ক আর ট্রল যেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহানের দৈনন্দিন জীবনের সঙ্গী। নিয়মিত এসব সামলে পথ চলতে হয় তাকে। এবার শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাতে দুর্গা সেজেছিলেন অভিনেত্রী। নুসরাত মুসলিম হয়ে দুর্গার রূপে সাজাটা মানতে পারেননি অনেকে। তাই কটাক্ষের শিকার হতে হলো তাকে। সূত্র: আনন্দবাজার
লাল পাড় সাদা শাড়ি। হাতে শাঁখা, সিঁথিতে সিঁদুর। কপালে সিঁদুরে টিপ। দুই হাতে আগলে রাখা পদ্মফুল। মহালয়ার ভোরে স্নিগ্ধ সাজে ধরা দিয়েছিলেন নুসরাত। দুর্গার সাজে ভিডিও পোস্ট করে দেবীপক্ষের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। তবে ত্রিশূলধারী নুসরাতের মহিষাসুর বধের নৃত্যকলা দেখে পছন্দ হয়নি নেটপাড়ার।
ইনস্টাগ্রাম থেকে এক্স হ্যান্ডেল, সর্বত্রই নুসরাতের মহিষাসুরমর্দিনীরূপ দেখে সমালোচনা। কেউ নায়িকাকে ‘সেক্যুলার সাজার ভান!’ বলে কটাক্ষ করলেন, তো কেউ বা আবার দুর্গার স্বল্পবসন মেনে নিতে না পেরে অশ্লীল ভাষায় সমালোচনা করলেন।
তবে এবারই প্রথম দুর্গা সাজেননি নুসরাত। গত বছরও এই সাজে ধরা দিয়েছিলেন তিনি। সেবারও জর্জরিত হয়েছিলেন কটাক্ষের বাণে। এবারও হজম করতে হচ্ছে নেটাগরিকদের গালমন্দ।
* দেশ বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।