ক্যারিয়ার : নাজিমুল হক


ক্যারিয়ার
নাজিমুল হক
রক্ত এখন করে টগবগ, বয়স আঠারো যখন
চারিদিকের আঁধার ঘণ,পরিবেশ পাল্টায় ক্ষণ্ ক্ষণ্
দূর্বা-লতার ঘাসের মত, ছুটে চলে অবিকল
ছুটে চলা জীবন, বড় উৎসাহী মনোবল
বাইশে’ ক্যারিয়ার গড়ো,ডেকে বলে প্রিয়জন
তেইশ হলো চিন্তা মনে,হয়ে যায় হীনবল
উৎসাহ উদ্যমে, চলা এক নতুন পথ
পঁচিশে’তে ঘরে মন, উদাসীন সরাক্ষণ
পাহাড় সম আশা নিয়ে,ভেঙ্গে যায় মনোবল।
নাজিমুল হক
(দিলপুর, সিন্দুরপুর, ফেনী)
ফেনী সরকারী কলেজ, বাংলা বিভাগ