তজুমদ্দিনে মহিষ পিজির সদস্যদের প্রশিক্ষণ


তজুমদ্দিন প্রতিনিধি : উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ভোলার তজুমদ্দিনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এল,ডি,ডি,পি) আওতায় প্রডিউসার গ্রুপের (পিজি) সদস্যদের নিয়ে একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় খামারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাহিদুল ইসলাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ রেজওয়ানুল হক মুরাদ অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, লাইভ ষ্টোক ফিল্ড এ্যাসিস্টেন্ট চন্দন কুমার দে ও সবুজ গাইন, পিজির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনসহ সদস্যবৃন্দ। পরে মহিষ প্রডিউসার গ্রুপের (পিজি) সদস্যদের ওয়াটার হাইজেনি, বেলচা, স্প্রে-মেশিনসহ বিভিন্ন মালামাল বিতরণ করেন।
* দেশ বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।