বরগুনায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ মিলছেনা সমাধান


ইবরাহীম সোহেল, বরগুনা: বরগুনায় পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা এবং তা বাধা দেওয়ায় খুন জখমের হুমকির অভিযোগ করা হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) দুপুরে বরগুনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জেলার তালতলী উপজেলার জনৈক মো: হারুন আর রশিদ।
তিনি লিখিত অভিযোগে বলেন, উপজেলার ছোটবগী মৌজার এস.এ ৩২৯ খতিয়ানের ৫.৬৯ একর জমির মালিক ছিলেন মনোরঞ্জন শাহা গং। উক্ত জমি দাতারা খাজনা পরিশোধ না করায় ১৯৭০ সালের ২৭ মার্চ প্রকাশ্যে নিলাম ডাকের আহবান জানান তৎকালীন পাকিস্তান সরকার। উক্ত নিলামে অংশ গ্রহণ করে জমির মালিক হন মরহুম মো: আফাজ উদ্দীন চাফ্রাশি, আমার বাবা আব্দুল গনী এবং মরহুম মোক্তার আলী ফরাজী। যাহার বহায় মূল্য ১ হাজার ৬১০ টাকা ১৯৭০ সালের ৭ এপ্রিল পটুয়াখালী সোনালী ব্যাংকে জমা করা হয়। যা বিগত ৫০ বছর ধরে আমাদের ভোগ দখলে রয়েছে এবং নিয়মিত সরকারের খাজনা পরিশোধ করে আসছি। কিন্তু আমি এবং আমার পরিবার ঢাকায় অবস্থান করায় বাড়ি খালি থাকে। এ সুযোগে স্থানীয় ভূমিদস্যু হিসেবে পরিচিত নজরুল বিশ্বাসের নেতৃত্বে মো: শাহজাহান হাওলার, খালেক শরীফ, মো: মোস্তফা, স্বপন আকন এবং তাদের সহযোগীরা আমাদের রেকর্ডীয় ভোগ দখলীয় জমি অন্যায়ভাবে জোরপূর্বক দখল করার চেষ্টা করছে। তারা স্থানীয় শালিস ব্যবস্থা এমনকি থানা পুলিশের বাধা নিষেধও মানেন না। তাদেরকে অন্যায়ভাবে জমি দখলে বাধা দেওয়ায় আমাকে এবং আমার পরিবারের লোকজনকে নিয়মিত খুন জখমের হুমকি দিয়ে আসছে। যার কারনে আমি বর্তমানে আমার পৈত্রিক বাড়িতে যেতে পারছি না, আমি তাদের ভয়ে তালতলী শহরের আবাসিক হোটেল ভাড়া নিয়ে বসবাস করছি। তাই আমি এবং আমাদের পরিবারের নিরাপত্তাসহ ভূমিদস্যুদের হাত থেকে বাঁচতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে জানতে প্রধান অভিযুক্ত মো: নজরুল বিশ্বাস এর ০১৭৪৩৩৮৩০৬১ নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি কোন রেসপন্স করেননি।
* দেশ বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।