বাউফলে শতাধিক খামারী সমন্বয় সেমিনার অনুষ্ঠিত


সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী বাউফলে শতাধিক সমন্বয় আধুনিক খামার গড়ি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আমান ফিড লিমিটেডের আয়োজনে মেসার্স ফিরোজ পোল্ট্রি ফিডের সৌজন্যে রবিবার বেলা ১১টায় পাবলিক মাঠ সংলগ্ন জাহাঙ্গীর টাওয়ারে এ সেমিনার অনুষ্ঠিত হয়। আমান ফিড লিমিটেডের বরিশাল জোনের ডেপুটি ম্যানেজার তারিকুল আল তৈয়ব এর সঞ্চালনায় ফিরোজ পোল্ট্রি ফিড এর স্বত্বাধিকারী ফিরোজ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন আমান ফিড লিমিটেডের সিনিয়র এ.জি.এস উজ্জল কান্তি রাহা। বিশেষ অতিথি ছিলেন আমান ফিড লিমিটেড এর উঠগ টেকনিক্যাল মোঃ সালাউদ্দীন শাকিল, ফিসারিজ টেকনিক্যাল এর কৃষিবিদ মীর রইসুজ্জামান সুমন। এসময় বক্তারা উপস্থিত খামারিদের জেনে বুঝে নিয়মতান্ত্রিকভাবে খামার পরিচালনা করার কথা বলেন, যাতে করে খামার থেকে অধিক পরিমান লাভবান হওয়া যায়। তারা আধুনিক পোল্ট্রি খামার গড়া ও আধুনিক মাছ চাষ প্রযুক্তি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা মার্কেটিং অফিসার মোঃ আনোয়ার হোসেন, বরগুনা জেলা মার্কেটিং অফিসার ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, বাউফল উপজেলার ডিলার সিরাজুল ইসলাম, গলাচিপার উপজেলা ডিলার মোঃ ইসহাক আকন বাচ্চু প্রমূখ।
* দেশ বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।