চট্টগ্রাম বাংলাদেশ

লক্ষ্মীপুরে ৩ দিনের  শিশুকন্যা নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন

lovour.15 original 1697379161
print news

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ৩ দিনের শিশুকন্যাকে কোলে করে প্রেমিকের বাড়ির উঠানে অনশন করছে প্রেমিকা সাবিনা আক্তার (২১)। তার একটাই দাবি শিশুকন্যার পিতৃ-পরিচয়। কিন্তু প্রেমিক তো প্রবাসে, প্রেমিকার চারদিক এখন অন্ধকার।রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি ইউনিয়নের (৭নং ওয়ার্ড) গন্ধ্যাবপুর গ্রামের খামার বাড়ি সংলগ্ন ‘কাদের নতুন বাড়ীতে’ এ অনশনের ঘটনা ঘটে। খবরটি মুহুর্তে গ্রামে ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এসে ওই-বাড়িতে ভিড় জমিয়েছে। প্রেমিক ফারুক গন্ধ্যাবপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে ও প্রেমিকা সাবিনা আক্তার লক্ষ্মীপুর পৌরসভার (৮নং ওয়ার্ড) সমসেরাবাদ এলাকার হায়দার আলী বাড়ীর আবুল খায়ের মেয়ে।

খোঁজখবর নিয়ে জানা গেছে, সাবিনার সঙ্গে (প্রবাসী) ফারুকের ৩ বছর পূর্ব সম্পর্ক গড়ে উঠে। ফারুক ১ বছর পূর্বে দেশে এসে সাবিনার সঙ্গে একাধিকবার দেখা করে। একসময় দু’জনেই শারিরীক সম্পর্কে জড়িয়ে পড়ে। এতে সাবিনা অন্তঃসত্ত্বা হয়। চলতি মাসে ১২ তারিখে সাবিনা একটি কন্যা সন্তান জন্ম দেয়৷ বর্তমানে সাবিনা তার মেয়ের স্বীকৃতির জন্য ফারুকের বাড়ীতে অবস্থান করছে। কিন্তু এর-আগেই অভিযুক্ত ফারুক চলতি মাসের ৬ তারিখে বিদেশে পাড়ি দেয়।
ক্ষতিগ্রস্ত প্রেমিকা সাবিনা আক্তার জানান, সেই খুব নিঃস্ব। ফারুক তার সঙ্গে প্রতারণা করছে। মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে, তার সর্বনাশ করছে। এখন সেই এ কন্যা সন্তান নিয়ে কই দাঁড়াবে? এ বাড়িতে এসে খবর পান, ফারুক ৮ মাস আগে বিয়ে করছে। বিষয়টি তার কাছে গোপন রাখছে। সাবিনার একটাই দাবি শিশুকন্যার পিতৃ পরিচয়।সাবিনার উপস্থিতি দেখে বাড়ি থেকে পালিয়ে যান অভিযুক্ত ফারুকের বাবা আব্দুল কাদের। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কিন্তু ফারুকের বড়-ভাই’র স্ত্রী বক্তব্য দিলেও তার নাম বলেননি, সেই একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বলে ফারুক বিয়ে করছে। এখন এ মহিলা আমাদের বাড়িতে এসে অযথা বাড়াবাড়ি করছে। একসময় তার সঙ্গে ফারুকের মোবাইল ফোনে সম্পর্ক ছিলো। এ বিষয় আমাদের কমবেশি জানা আছে। কিন্তু বিদেশ থেকে আসার পর তার সঙ্গে ফারুকের আর কোন সম্পর্ক নাই। এজন্য আমরা ফারুককে পারিবারিকভাবে বিয়ে করিয়েছি। এখন ফারুক না আসা পর্যন্ত আমরা এ-র কোন সমাধান দিতে পারবো না।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা জানান, বিষয়টি জেনে আমরা ওই বাড়িতে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। স

* দেশ  বিদেশের  সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *