মধ্যপ্রাচ্য মিডিয়া সংবাদ

সাংবাদিক হত্যার তদন্তের ঘোষণা সিপিজের

press 20231015093136
print news

ইসরায়েল-হামাস যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হত্যা, আহত এবং বন্দি করা সংক্রান্ত প্রতিটি ঘটনার তদন্তের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। রোববার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে সক্রিয় এই অলাভজনক সংস্থাটি। বিবৃতিতে সিপিজে জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত এক সপ্তাহে অন্তত ১২ জন সাংবাদিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৮ জন। এছাড়া এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত ২ জন সাংবাদিক।

সংস্থাটির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচি বিভাগের সমন্বয়ক শরিফ মনসুর বিবৃতে এ প্রসঙ্গে বলেন, ‘সিপিজে মূলত বলতে চাইছে যে সংকটকালীন পরিস্থিতি থেকে উত্তরণে সাংবাদিক ও বেসামরিক লোকজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করা কখনও উচিত নয়।’

‘এটি খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর সংঘাত এবং সাংবাদিকরা চরম ঝুঁকি নিয়ে তাদের দায়িত্ব পালন করছে। সাংবাদিক ও সংবাদকর্মীদের নিরাপত্তার ব্যাপারে মনযোগী হতে যুদ্ধরত পক্ষদের আহ্বান জানাচ্ছে সিপিজে।’

সূত্র : সিএনএন

 

* দেশ  বিদেশের  সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *