হামলা করে আসামি ছিনতাই, আ.লীগ নেতা আটক


পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ মাছ বিক্রির সময় তিন মাছ ব্যবসায়ীকে আটক করে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী। তার উপস্থিতিতেই পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার কালিশুরি ইউনিয়নের কুমারখালী বাজারে এ ঘটনা ঘটে। নিষিদ্ধ মাছ বিক্রি এবং আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ নেতা মো. হুমায়ুন কবিরকে আটক করে পুলিশ। স্থানীয়রা জানান, নিষেধাজ্ঞা শুরুর পরও দৈনিক কুমারখালী বাজারে ইলিশ বিক্রি করছেন কয়েক ব্যবসায়ী। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ফারুক, সোহেলসহ তিন মাছ ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেন। থানায় নেওয়ার জন্য পুলিশের গাড়িতে তোলার সময় ৮ থেকে ১০ জন হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নেন। এতে আরিফুল নামে এক পুলিশ কনস্টেবল আহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও কালবেলাকে বলেন, চলমান ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে নিয়মিত মাছের বাজার মনিটরিং করছি। কুমারখালী বাজারে তিন মাছ ব্যবসায়ীর কাছে নিষিদ্ধ ইলিশ ও সামুদ্রিক মাছ পাওয়া গেলে তাদের জরিমানা করে আটক করা হয়। সে সময় হঠাৎ স্থানীয় এক ব্যক্তি নেতার পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তার লোকজন মাছ ও আটক ব্যবসায়ীদের ছিনিয়ে নেন। পরে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। আটক ব্যবসায়ীদের এবং আওয়ামী লীগ নেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জানা যায়, আটক হুমায়ুন কবির কালিশুরি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
* দেশ বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।