বরিশাল বাংলাদেশ

নলছিটিতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এবং বৃক্ষ রোপন 

received 230141850070349
print news
মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি : নলছিটিতে শামসুন্নাহার ফাউন্ডেশন’র উদ্যোগে ১৬ অক্টোবর সোমবার সকাল ১০টায় উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের চন্দ্রকান্দ্রা প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এবং বৃক্ষ রোপন কর্মসূচীর  উদ্বোধন করা হয়েছে।  এ আয়োজনে রক্তদান ও ব্লাড গ্রুপিং নির্ণয়ের উপকারিতা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শামসুন্নাহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহাদাত ফকিরের সভাপতিত্বে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এর উদ্বোধন করেন তরুণ সমাজসেবক মোঃ সাইদুল কবির রানা।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম রাজীব। বিশেষ অতিথি ছিলেন চন্দ্রকান্দ্রা প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক মোতালেব হোসেন মিনা, ইংরেজি শিক্ষক এইচ এম রিপন হোসেন, উদ্যোক্তা অহিদুল ইসলাম মিথুন প্রমুখ।  উপস্থিত ছিলেন তারুণ্য ব্লাড ফাউন্ডেশন টিম সিদ্ধকাঠীএর স্বেচ্ছাসেবক রাজিব আহসান, সাইদুল ইসলাম হৃদয়,হাসান সিকদার সহ টিমের অন্যান্য সদস্যবৃন্দ।  দিনব্যাপী চন্দ্রকান্দ্রা প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীদের ব্লাড গ্রুপিং নির্ণয়ের কাজে সহযোগিতা করছেন মেডিকেল টেকনোলজিস্ট মাহিয়া ইসলাম, আসাদুল ইসলাম ও রায়হান।
নলছিটিতে স্থানীয় সরকার দিবসের অনুষ্ঠান
“খাদ্য ঘাটতির দেশকে খাদ্যে স্বয়ং সম্পুর্ণ করেছে আ”লীগ” -আমু এমপি
নলছিটিতে ১৬ অক্টোবর সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার দিবস পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক এবং ঝালকাঠি-২ আসনের সাংসদ আলহাজ্ব আমির হোসেন আমু।তিনি বলেন ৪০ হাজার টন খাদ্য ঘাটতির বাংলাদেশকে খাদ্যে স্বয়ং সম্পুর্ণ করেছে আওয়ামী লীগ। ৩য় শ্রেণির নলছিটি পৌরসভাকে ২য় শ্রেণি করা হয়েছে বর্তমান সরকারের আমলে। আজকে গ্রাম পর্যায়ও মহিলাদের ল্যাপটপ দিয়েছি। বর্তমান শেখ হাসিনা যে উন্নয়ন করেছে তা আমাদের সকলের কাছে তুলে ধরতে হবে।উপজেলা নির্বার্হী অফিসার মোঃ নজরুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সভাপতি সরদার মোহম্মদ শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুহিতুল ইসলাম, জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান,পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ কর্মকার ,নলছিটি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মফিজুল ইসলাম শাহীন প্রমুখ। এরপর তিনি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন।
দুপুর সারে বারোটায় তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে শহর রক্ষা প্রকল্পের জিও ব্যাগ ফেলানো কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিকেল সারে ৩টায় নাচনমহল ও পোনাবালিয়া ইউনিয়নের উদ্যোগে টেকেরহাট বাজারের অনুষ্ঠিত সূধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

* দেশ  বিদেশের  সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *