ব্রাহ্মণবাড়িয়ায় গোলাপ সুপার মার্কেট ব্যবসায়ীবৃন্দের বিক্ষোভ সমাবেশ


মো খোকন মিয়া, ব্রাহ্মণবাড়িয়া: ইসরাইলী আগ্রাসন ও নির্বিচারে ফিলিস্তিনি জনগনকে হত্যা বন্ধ করা সহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় পৌর এলাকার ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় সদর উপজেলার পৌরসভার বিভিন্ন শপিংমল ও গোলাপ সুপার মার্কেট এবং কোর্টরোড ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গোলাপ সুপার মার্কেটের সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, আমজাদ হোসেন রনি আহবায়ক শহর যুবলীগ, জালাল উদ্দিন সভাপতি গোলাপ সুপার মার্কেট, আজহারুল ইসলাম ফাহাদ সাধারণ সম্পাদক গোলাপ সুপার মার্কেট, গোলাপ সুপার মার্কেট মসজিদের ইমাম হাফেজ জামিল আহমেদ, মো. তারেক আহমেদ, আরাফাত আলী খাঁন প্রমুখ। সমাবেশে বক্তারা মার্কিনীদের দালাল ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এত বছর ধরে ইসরাইলীরা গাজাসহ সমস্ত ফিলিস্তিনে মানুষ ও শিশু হত্যা চালিয়ে আসছে। ফিলিস্তিন বাসভূমি দখল করে অবৈধ ইহুদী বসতি স্থাপন করেছে, সর্বশেষ তারা গাজাকে সম্পূর্ণ অবরুদ্ধ করে পানি, গ্যাস, বিদ্যুৎ সবকিছু বন্ধ করে দিয়েছে। তারা ইতোমধ্যে ঘোষণা করেছে যে গাজাকে তারা জনমানবহীন দ্বীপে পরিণত করবে।
বক্তারা আরো বলেন, ইসরাঈলের সন্ত্রাসী কার্যকলাপে সমর্থনকারী গনতন্ত্রের লেবাজ দারী মার্কিন যুক্তরাষ্ট্র কে দায়ি করেন। যুক্তরাষ্ট্রের কারনেই ইহুদিবাদি ইসরাঈল এত সাহস পাচ্ছে। ফিলিস্তিনকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তি এক হয়েছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র তাদের বিমানবাহী রণতরী পাঠিয়েছে। ফিলিস্তিনীদের সামনে তার নিজ বাসভূমির জন্য লড়াই করা ছাড়া আর কোন পথ নেই। ব্রাহ্মণবাড়িয়া গোলাপ সুপার মার্কেট ও কোর্টরোড ব্যবসায়ীবৃন্দ সহ এদেশের শান্তিকামী মানুষ সব সময় ফিলিস্তিনের সাথে আছে এবং থাকবে। আমরা যুদ্ধ নয় শান্তি চাই। স্বাধীন ফিলিস্তিন রাস্ট্রই একমাত্র তার সমাধান।
* দেশ বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।