ধুনটে পশু চিকিৎসককে মারপিট ,চেক ছিনতাই


ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে আব্দুর রাজ্জাক (৫০) নামে এক গবাদি পশু চিকিৎসক কে মারপিট করে ৩ লক্ষ ২০ হাজার টাকা ও তার কাছে থাকা নিজ স্বাক্ষরিত কোম্পানির তিনটি চেক পাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ই অক্টোবর) সকাল অনুমান ১১টার দিকে উপজেলার হেউটনগর বড় বাড়ী জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত চিকিৎসক আব্দুর রাজ্জাক উপজেলার কালের পাড়া ইউনিয়নের হেউটনগর বড় বাড়ী এলাকার বাসিন্দা ও মরহুম মোহাম্মদ আলী প্রাং এর ছেলে। তিনি কান্তনগর বাজারে স্থানীয় ডাক্তার হিসেবে চিকিৎসা প্রদান করেন।
এলাকাবাসী জানান, ঘটনার দিন মঙ্গলবার সকাল অনুমান ১১টার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলের পিছনে রাখা ডাক্তারি ব্যাগের মধ্যে করে ৩ লক্ষ ২০ হাজার টাকা ও কোম্পানির স্বাক্ষরিত ৩টি চেকের পাতা নিয়ে ধুনটের উদ্দেশ্যে রওনা হয়। বড় বাড়ি জামে মসজিদের সামনে যাওয়া মাত্রই পরিকল্পিতভাবে প্রতিবেশী মৃত ইসাহাক আলীর ছেলে এরশাদ আলীর হুকুমে তাহার বোনের শ্বশুর মৃত বুধা প্রাং এর ছেলে বকুল প্রাং (৫৫), মঞ্জু মিয়ার স্ত্রী শাপলা খাতুন (৩৫), এরশাদ আলী, স্ত্রী সাথী খাতুন (৩৬), রঞ্জু মিয়ার স্ত্রী আলপনা খাতুন (৩৩) পথ রোধ করে মোটরসাইকেল থামিয়ে দেয়। এবং পল্লী চিকিৎসক আব্দুর রাজ্জাক কে মারপিট করে নগদ টাকা ও কোম্পানির স্বাক্ষরিত তিনটি চেক বইয়ের পাতা নিয়ে যায় ও ব্যাগে রাখা বিভিন্ন ঔষধ নষ্ট করে কমপক্ষে ৩০ হাজার টাকার ক্ষতি করে।
এ বিষয়ে হামলাকারী বকুল মিয়ার বাড়িতে গিয়ে তাকে না পাওয়া যাওয়ায় তার মন্তব্য দেওয়া সম্ভব হয়নি। রিপোর্ট লেখাগালি থানায় বা কোর্টে কোন মামলা দায়ের হয় নাই। তবে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান পল্লী চিকিৎসক আব্দুর রাজ্জাক।
* দেশ বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।