নলছিটিতে মা ইলিশ শিকার করায় ২ জনকে কারাদণ্ড


মিলন কান্তি দাস ,নলছিটি,ঝালকাঠি :
নলছিটিতে নিষেধাজ্ঞা অমান্য করে নলছিটির সুগন্ধা নদীতে মা ইলিশ শিকার করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ২ জেলেকে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।১৬ অক্টোব দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চরবহরমপুর এলাকায় অভিযানের সময় ওই ২ জেলেকে আটক করা হয়।সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি এলাকার মো. বারেক হাওলাদারের ছেলে লিটন হাওলাদার(২৭) এবং অপরজন হলেন রংপুরের বদরগঞ্জ এলাকার আবদুল সালামের ছেলে মো. শুভ (২৩)।অভিযানের সময় উদ্ধার করা কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
নলছিটিতে নিষেধাজ্ঞা অমান্য করে নলছিটির সুগন্ধা নদীতে মা ইলিশ শিকার করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ২ জেলেকে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।১৬ অক্টোব দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চরবহরমপুর এলাকায় অভিযানের সময় ওই ২ জেলেকে আটক করা হয়।সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি এলাকার মো. বারেক হাওলাদারের ছেলে লিটন হাওলাদার(২৭) এবং অপরজন হলেন রংপুরের বদরগঞ্জ এলাকার আবদুল সালামের ছেলে মো. শুভ (২৩)।অভিযানের সময় উদ্ধার করা কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজে পবিত্র ঈদে ই মিলাদুন্নবী পালিত
দিবসটি উদযাপন উপলক্ষে ১৭ অক্টোবর সোমবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে বিভিন্ন প্রতিযোগিতা,আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জলিলুর রহমান আকন্দ’র সভাপতিত্বে এ আয়োজনে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য হুমায়ুন কবির, সহকারী প্রধান শিক্ষক বিধান চন্দ্র মন্ডল, সিনিয়র শিক্ষক মিলন কান্তি দাস, শাহনাজ রহমান, কামরুল লায়েল, কে এম আফজাল হোসেন, জান্নাতুল ফেরদৌসি, খুরশিদ আলম,জামিল হোসেন,রুনা লায়লা রিপা, মিলন গাজী,সালমা আক্তার প্রমুখ। মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা মোহম্মদ ফেরদৌস। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
* দেশ বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।