নষ্টদের দখলে সমাজ : নাজিমুল হক


নষ্টদের দখলে সমাজ
নাজিমুল হক
অবাক হয়ে ভাবছে খোকা,হচ্ছে টা কি’ই সমাজে
বিচারপতি রায় দিচ্ছে স্বীয় তনয় পক্ষে
পুত্র তাহার নেশা করে ধর্ষক হয়ে ঘুরছে
বিচারপতি গাঁজা টেনে সালিশেতে আসছে
সমাজটাও নেশার ঘোরে, দেখছেনা কেউ চোখে
শিক্ষিতরা চুপসে গেছে, গলে ফাঁসি আসবে বলে
দিন-দুপুরে জুয়ার আসর, মিলছে রাস্তার ধারে
শিখছে জুয়া আপন তনয়, ভাবছে না কেউ ফিঁকে
বিচারপতি রাত্রি হলে থাকে নেশার ঘোরে
জুয়া,নাচের নৃত্যটাও হয়ে ওঠে বেশ জমে
এই সমাজের সুষ্ঠু বিচার হবে কিবা করে
বিচারপতি খোদ্ নেশাখোর, আইন ভঙ্গ করে নিজে
অন্যায়কারী বুক ফুলিয়ে হাঁটছে দিন-দুপুরে
বিচারপতি দোষ চাপাচ্ছে, খোদ্ অন্যের ঘাঁড়ে
বিবেক আছে শিক্ষিতদের,তাঁরা ভঙ্গুর জাতি
শিক্ষা ভুলে পা চাটছে, তারাও অন্যায়কারীর।
নাজিমুল হক
( দিলপুর, সিন্দুরপুর, ফেনী)
ফেনী সরকারী কলেজ, বাংলা বিভাগ
* দেশ বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।